গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় ট্রাক চাপায় দ্বিতীয় শ্রেণির ছাত্র ইসমাইল হোসেন (১০) নিহত হয়েছেন। দূর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া-পশ্চিম গোপালপুর রাস্তায় বাবু’র ইটভাটা এলাকায়। তার ব্যবহৃত বাইকেলটি ছিঁটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা, বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল পোনে ১০টার দিকে ওই রাস্তা দিয়ে ইসমাইল বাইসাইকেল চালিয়ে বেংগুলিয়া মোড়ে তার বাবার মেকারের দোকানে খাবার নিয়ে যাচ্ছিলেন। এসময় বাবু’র ইটভাটা হতে ভাই-বোন এন্টারপ্রাইজের একটি ইট বোঝাই ট্রাক পলাশবাড়ী অভিমুখে আসার পথে তাকে চাপায় দেয়। সেখানেই তার মৃত্যু হয়। সে দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নয়াআনা নওদা গ্রামের খলিল মিয়ার ছেলে। তার মৃত্যুতে পরিবারের স্বজনদের মাঝে অবর্ণনীয় শোকের মাতম সৃষ্টি হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খরব পেয়ে পুলিশ দূর্ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ড্রাইভার, হেলপার ও ট্রাক আটক থানা হেফাজতে নেয়া হয়েছে।