গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১২ অক্টোবর মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদ টাউন হলে উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামিকুল ইসলাম লিপন, সহ-সভাপতি ভিপি রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, শ্রমিক লীগ নেতা মিনু, মজনু প্রমুখ। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত।