গাইবান্ধার পলাশবাড়ীতে এক অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এবং সেবনকারী দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্র জানায়, পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার (১৬ অক্টোবর) সন্ধায় এসআই মো. জিয়ারুল হকের নেতৃত্বে এসআই মো. আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স পৌরশহরের সুইগ্রামের রহমান মুন্সির বসতবাড়ী সামনে হতে ৮৫ পিস ইয়াবা, ২৬টি ফুয়েল পেপার ও ৬শ’ ৫০ টাকা উদ্ধারসহ তাদেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
থানা অফিসার ইনচার্জ মোা. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের রোববার গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হবে।