গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন।৫ অক্টোবর দুপুরে গোবিন্দগঞ্জ চত্তরে উপজেলার ১৭টি ইউনিয়নের ১৭০ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ, গোবিন্দগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেটসহ কর্মকর্তাবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।