গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লী ও পীরগঞ্জের জেলে পল্লী নির্যাতিত এলাকা পরির্দশন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী ।
পরির্দশন কালে গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লী ও পীরগঞ্জের জেলে পল্লীর নির্যাতিত পরিবারের ছেলে-মেয়েরা এসএসসি পাশ করলে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানসহ সার্বিক সহযোগিতা করা হবে। আপনারা কেউ হতাশ হবেন না। আমরা অতীতেও আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।
বুধবার রংপুরের পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত জেলেপল্লী পরিদর্শন শেষে সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে এক সৌজন্য সাক্ষাতকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী এ কথাগুলো বলেছেন।
গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের উপজেলার সাহেবগঞ্জ ইক্ষুখামারের আম বাগান এলাকায় স্থানীয় আদিবাসী নেতা বার্নাবাস টুডু, রাফায়েল হাসদা, গনেশ মুরমু, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাবু মিয়াসহ পাঁচ শতাধিক সাঁওতাল-বাঙালির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় সাঁওতালরা আবেগ আপ্লূত হয়ে পড়েন। সাঁওতাল-বাঙালিদের কথা শুনেন এবং তা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, এর আগেও আপনাদের অনেক বড় ক্ষতি করা হয়েছে। আবারো ক্ষতির চেষ্টা করা হচ্ছে। সবাই মিলে এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ক্ষতিগ্রস্ত সাঁওতালরা কিভাবে দিনাতিপাত করছেন সে বিষয়ে খোঁজ-খবর নেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাক্ষাতকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নারীপক্ষের শিরিন হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান নির্বাহী সমন্বয়ক হাসনাত কাইয়ুম, অর্থ বিষয়ক সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, ভাষানী অনুসারী পরিষদের সদস্য সচিব ইসমাইল সম্রাট, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নঈম জাহাঙ্গীর, প্রেসিডিয়াম মেম্বার মুহিবুল্লা বাহার, হেদায়েত খানশুর শুভা, চাষী এনামুল হক, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, মো. আল মুকিত, সাধারণ সম্পাদক, টাংগাইল জেলা, ভাষানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, শহীদ আসাদের সহোদর ডা. নুরুজ্জামান, ভাষানী অনুসারী পরিষদ ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটি কার্যকরি সদস্য লায়ন ছামিউল আলম রাসু প্রমুখ।