
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
ব্যাটারিচালিত যানবাহনের জন্য নীতিমালা প্রণয়ন কমিটিতে ব্যাটারি রিকশা এবং ইজিবাইককে অন্তর্ভুক্তকরণ, কাঠামোগত ত্রুটি দূর করে আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে সংগঠনের গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলার আহবায়ক লাভলু মিয়া, সংগঠক রাজা, মোস্তাফা, উপদেষ্টা শ্রমিক নেত্রী আফরোজা বেগম এবং জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী।