আরিফ সরকার সাগর (গাইবান্ধা) প্রতিনিধি: দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও দুর্গাপূজার মন্ডপে হামলা-ভাংচুরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সকালে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন দলীয় কার্যালয় থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। এরআগে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আহবায়ক অ্যাডভোকেট নওশাদুজ্জামান নওশাদ, সদস্যসচিব মনজুর আলম মিঠু প্রমুখ।
বক্তারা,কুমিল্লা শহরে দুর্গাপূজা মন্ডপে হামলা ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ওই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজায় হামলা ভাংচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বক্তারা বলেন, রামু, নাসিরনগরসহ সারাদেশের অনেক জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এরআগেও হামলা হয়েছে। সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। ভোটারবিহীন-প্রার্থীবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতৃত্বে ১৪ দলের সরকার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে এবং ভোটের প্রয়োজনে ব্যবহার করছে। উগ্র-ধর্মান্ধ মৌলবাদী শক্তিকে নানাভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সাম্প্রদায়িক সংঘাতের পরিবেশ তৈরি করে নিজেদের অপকর্ম ও দুঃশাসন আড়াল করার চেষ্টা করছে।
তারা বলেন, চাল-ডাল-তেল-গ্যাস-ঔষুধসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে। পাটকল-চিনকলসহ সকল রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান বন্ধ করে লক্ষ লক্ষ শ্রমিক-চাষীদের বেকার করে দিয়েছে। গোটা দেশটাকে লুটপাটকারীদের অভয়ারণ্যে পরিণত করেছে। বক্তারা ফ্যাসিবাদী আওয়ামী সরকার ও ধর্মান্ধ-মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের সকল মানুষের প্রতি আহবান জানান।