
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পূর্বাভাস ভিত্তিক বন্যাসাড়া প্রদান প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু, উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারি প্রকৌশলী খোকন রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার, তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ম্যানেজার, মেহেরুন নেসা ফাতেম, সিনিয়র অফিসার শফিকুল ইসলাম, অফিসার তনুশ্রী সাহা, প্রজেক্ট অফিসার তাজমুল ইসলাম, মুসফিকুর রহমান ও এসকেএস প্রতিনিধি গাজীউর রহমান প্রমুখ।
কর্মশালার শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিকসমুহ তুলে ধরা হয়। প্রকল্পটিকে কিভাবে আর সমৃদ্ধ করা যাবে সে বিষয়ে বিভিন্ন পরামর্শ গ্রহন করা হয়। কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ইউপি চেয়ারম্যান, ফায়ার সার্ভিস ডিফেন্স প্রতিনিধি ও উপকারভোগীগণ উপস্তিত ছিলেন।