
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কৃষক প্রশিক্ষণ সেন্টার চত্বরে চলতি অর্থ বছরের প্রণোদনা কর্মসুচীর আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীস্মকালিন পেঁয়াজ ও নাবী পাট বীজ প্রর্দশনীর বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার। আরও বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার এ.কে.এম ফরিদুল হক, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, এসএপিপিও সাদেক হোসেন প্রমুখ। পরে ১শ’ জন কৃষকের মাঝে বীজ, সার ও উপকরণ বিতরণ করেন অতিথিরা। এদের মধ্যে ৩০ জনকে নাবী পাট বীজ ও ৭০ জন পেঁয়াজ বীজ প্রদান করা হয়।