
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় সরকারি সেবাসমূহ পৌঁছে দেয়াসহ করোনাকালীন দ্রুততম জনসেবায় অগ্রসর হওয়ার জন্য গাইবান্ধার সাদুল্লাপুরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলায় ১১টি ইউনিয়নের বিপরীতে কর্মরত ১শ’ ১০ জন গ্রাম পুলিশের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার মোছা. রোকসানা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসাররেজাউল করিম, বাইসাইকেল সরবরাহকারী ঠিকাদার মেসার্স নজরুল হকসহ ছাড়াও রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. রোকসানা বেগম বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো ১শ’১০টি বাইসাইকেল উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে কাজের গতি আরো বৃদ্ধির লক্ষ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।