
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি’র সুস্থ্যতা কামনায় গাইবান্ধার সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার শামছুল আলমের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ও যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা। বিশেষ অতিথি গাইবান্ধা জেলা পরিষদ নির্বাহী প্রধান আব্দুর রউফ তালুকদার ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আবু সুফিয়ান, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, ছামছুজোহা, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এনায়েত কবীর, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমন্ডার আজাহার আলী ও মোহাব্বত আলী প্রমূখ। অনুষ্ঠান শেষে ৮০জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদ কর্তৃক জন প্রতি ২ হাজার করে টাকা বিতরণ করা হয়। দো’আ পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় সমজিদের পেশ ঈমাম মাও. মো. মতিউর রহমান।