
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের সাম্প্রতিক সৃষ্ট বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ এবং খাদশস্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং নগদ অর্থ এবং খাদ্য শস্য বিতরন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, কামারজানি ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম জাকিরসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, বর্তমান সরকার পর্যাপ্ত পরিমাণে অসহায় দুঃস্থদের মাঝে নগদ অর্থ এবং খাদ্য সহায়তা দিয়ে সাহায্য করছেন। চরাঞ্চলের বসবাসরত মানুষের যে কোন সমস্যা হলে আমাকে জানাবেন। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে যেমন সবাইকে করোনা টিকা দিতে হবে। আপনার সন্তানরা যেন মাদকে আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে রাখাসহ বাল্য বিবাহ থেকে বিরোধ থাকতে সকলকে আহবান জানান। উপজেলার গিদারী ইউনিয়নে ২৫ পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং ২শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং কামারজানি ইউনিয়নের খাড়জানি চরে বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ২০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫শ’ টাকা ও ১শ’ ৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।