গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ গাঁজা সেবনের দায়ে আরো দুজন মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়,জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের দিক নির্দেশনা মোতাবেক থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে এএসআই(নিঃ) মোঃ আঃ সবুর, এএসআই(নিঃ) মোঃ হুমায়ুন কবির, জিআর- ৩৪৪/২০১১ (৫ সাজা পরোয়ানার) আসামী পলাশবাড়ী উপজেলার মুরারিপুর গ্রামের ইয়াছিন মন্ডলের ছেলে ১৷ মোঃ মোশারফ হোসেন @আলম কে ০৫(পাঁচ) বছরের সাজা প্রাপ্ত আসামী হিসাবে পলাতক থাকায় গ্রেফতার করা হয়। অন্যদিকে এসআই(নিঃ) মোঃ আজিজার রহমান এর নেতৃত্বে এসআই হৃষিকেশ চন্দ্র বর্মন, এএসআই মোঃ জাহিদ হাসান, অভিযান পরিচালনা করে উপজেলার রাইতি নড়াইল গ্রামের মোসলেম মিয়ার ছেলে আসামী ১। সবুজ মিয়া (৩০) ও হাবিবুর রহমান হবি সরকারের ছেলে ২। মোঃ ফিরোজ সরকার (২৭) কে গাঁজা সেবন অবস্থায় হাতেনাতে ধৃত করিয়া পলাশবাড়ী থানার মামলা নং-১২, তারিখ-১১/০৯/২০২১, ধারা-৩৬(১)এর ২১/৪১ রুজু করা হয়। এবিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা।