গাইবান্ধার পলাশবাড়ীতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপশাখা উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের কালীবাড়ী বাজারে (সিটি বিজনেস টাওয়ার) মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড পলাশবাড়ী উপশাখার ভার্চুয়াল প্ল্যাটফর্ম এ স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম। পলাশবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় একইসাথে ৮টি উপশাখার উদ্বোধন ঘোষণা করেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ডিরেক্টর ও অডিট কমিটির প্রধান আকরাম হোসেন হুমাইয়ুন। পলাশবাড়ী উপশাখা ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান। এসময় পলাশবাড়ী উপশাখা ইনচার্জ মো. হুমায়ন রশিদ, গোবিন্দগঞ্জ শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক মন্ডল ও রংপুর শাখা ব্যবস্থাপক হজরত আলী, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা ছাড়াও বিভিন্ন পর্যায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগ সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।