মোঃ শাহরিয়ার কবির আকন্দ পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ২০২১–২০২২ অর্থবছরের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় গৃীষ্মকালীন পেঁয়াজ ও নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শনীর বীজ, রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ৩০জন পাট চাষী ৭৫ জন পেঁয়াজচাষীর উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ কেজি পেঁয়াজ বীজ, ডি,এ,পি সার ২০ কেজি, এম,ওপি সার ২০ কেজি,পলিথিন ও সুতলী ৭টি করে বিতরণ করা হয়।
আজ সোমবার (১৩ সেপ্টেম্বর )দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জননেতা আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ ফাতেমা কাওসার মিশু, উপজেলা কৃষকলীগ সভাপতি মহাব্বত জান চৌধুরী প্রমুখ।