গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন ও এএসআই তরুন দত্তের নেতৃত্বে সঙ্গীয় কনষ্টেবলসহ একটি টিম উপজেলার কাঁটাবাড়ী গ্রাম ২০ বছর যাবৎ পলাতক থাকা আসামী বিল্লাল হোসেন (৫৫) নামের ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বিল্লাল হোসেন ২ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে জিআর ৯৯/১৯৯৭ (মানিকগঞ্জে) একটি মামলা রয়েছে। এই মামলায় সাজা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় সে ২০ বছর ধরে আত্মগোপন করে ছিল।