গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বাগদা বাজারে সিস প্রকল্প অফিসে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে গত তিনদিন ব্যাপী কোভিড-১৯-এর নিয়ে সংলাপ সেন্টারে স্থানীয় ২৮ জন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রমজান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার বোরজাহান কবির ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সুফিয়ান। এসময় গণ উন্নয়ন কেন্দ্রের শিক্ষা জেলা প্রোগ্রাম আক্কাস আলী আকন্দ, গণ উন্নয়ন কেন্দ্রের উপজেলা কো-অডিনেটরপলাশ কুমার দাস, সাঁতালবাঁতাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (বালক) সহকারী শিক্ষক মোছা. সাথী বেগম জিতুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি গণ উন্নয় কেন্দ্রের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি আমাদেরকে এইভাবে সাপোর্ট দেন তাহলে শিক্ষার্থীরা পূর্বের মতো পড়শুনায় ফিরতে পারবে।