গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১১ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধার আয়োজনে মাদক পরিস্থিতি পর্যালোচনা সভায় র্নিবাহী অফিসার আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুস সবুর মন্ডল পিএএ, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান,গোবিন্দগঞ্জ পৌরসভা মেয়র ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি মুকিতুর রহমান (রাফি), অতিরিক্ত পুলিশ সুপার,র্যাব ক্যাম্প গাইবান্ধা আব্দুর রাজ্জাক খান,গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মেহেদী হাসান।
মাদক পরিস্থিতি পর্যালোচনা সভা বক্তাগন বলেন, আব্দুস সবুর মন্ডল পিএএ মহাপরিচালক (অতিরিক্ত সচিব), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর জন্মস্থান গোবিন্দগঞ্জে তাই তিনি দায়িত্ব পাওয়ার পরেই প্রথম এই মাদক র্নিমূল করার লক্ষে গোবিন্দগঞ্জে মাদক পরিস্থিতি পর্যালোচনা সভা করেন।এবং গোবিন্দগঞ্জকে মাদক মুক্ত করতেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।আলোচনা সভায় চেয়ারম্যান, এনজিও, শিক্ষক, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।