গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌরসভার ধানসিডি স্কুল মাঠে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মজনু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোজাম মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলজার রহমান,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্মাণ শ্রমিক আব্দুল খালেক, সাহারুল শেখ,বাবু মিয়া, নবু মিয়া ও সাইদুর রহমান,আবু তালেব,ফারুক কবির,তাজুল ইসলাম,মোজাম,ছামছুল প্রধান, শ্রী পবন চন্দ্র,আব্দুল মমিনপ্রমুখ।
প্রধান অতিথি উপস্থিত সকল নির্মাণ শ্রমিকদের উদ্যেশ্যে বলেন, সংগঠনকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করে গড়ে তুলতে প্রতিটি ইউনিটি শক্তিশালী করতে হবে। তবেই সংগঠনের ভিত্তি মজবুত হবে।