পূর্নবাসনসহ বিভিন্ন দাবীতে রচিক সাহেবগঞ্জ ইক্ষু ফার্ম শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে ইক্ষু ফার্ম এলাকার চারা বটগাছ নামকস্থানে মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় নেতা গোবিন্দগঞ্জ উপজেলা জেএসডি সাধারণ সম্পাদক আলী আজগর। এতে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশনের গাইবান্ধা জেলা সভাপতি গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এমএ মতিন মোল্লা, উপজেলা জেএসডি সভাপতি আউয়ুব হোসেন সরকার, উপজেলা বাসদ আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক কমরেট রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক কালা মানিক দেব, উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা মমতাজ আলী প্রধান স্থানীয় শ্রমিক নেতা এনসের আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, রচিক বন্ধ হওয়ার অনেক আগে থেকে ফার্মের রেজিষ্টেশনকৃত শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। তারা পরিবারবর্গ নিয়ে খুব মানবতার জীবন যাপন করছেন। নতুন করে আধুনিক ভাবে চিনিকল চালুসহ ইপিজেটের স্থাপন যেটাই হোক এসব অবহেলিত শ্রমিক ও শ্রমিক পরিবার বর্গকে অবিলম্বে পূর্নবাসন করে রুটি-রুজির ব্যবস্হা সরকার কে করতে হবে। জমি নিয়ে সৃষ্ট সমস্যার স্থায়ী সমাধান সরকারকেই করতে হবে। ১৯৯২সালে আন্দোলনে নিহত শ্রমিক নেতা দুলু-মিহিদুলের হত্যার বিচারের দাবী জানান।