
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু প্রদত্ত মন্দির সংস্কার ও দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উল্লেখিত সহায়তার চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. হামিদুর রহমান ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিৎ বকসী সূর্য প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। উল্লেখিত কার্যক্রমের মাধ্যমে ১৮টি মন্দির এবং ২৬ জন দুঃস্থ ব্যক্তির মধ্যে মোট ৪ লক্ষ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়।