
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা পল্লী বিদ্যুতে অসহনীয় লোডশেডিং ও গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বন্দরের চারমাথায় সিপিবি, দারিয়াপুর অঞ্চল শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম, জেলা কমিটির সদস্য সন্তোষ বর্মণ, সিপিবি, দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি গুলবদন সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন ও ছাত্র নেতা ওয়ারেছ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় পল্লী বিদ্যুতের লোডশেডিং এ জনজীবন অতিষ্ট। ২৪ ঘন্টায় ৭/৮ ঘন্টা লোডশেডিং হচ্ছে। প্রয়োজনের সময় মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। করোনাকালে বিদ্যুত বিল ডাবল হয়েছে। সাব-জোনাল অফিসে গ্রাহকরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। তারা অবিলম্বে লোডশেডিং ও গ্রাহক হয়রানি বন্ধের জোড় দাবী জানান।