
গাইবান্ধা সদর উপজেলার কামারজানীর রহমতপুরচরে বন্যার পানিতে গৃহবন্দি মানুষদের উপহার সামগ্রী হিসেবে শুকনা খাবার বিতরণ করলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
‘মুজিব বর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার’ এই শ্লোগানে গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এসব উপহার সামগ্রী হিসেবে শুকনা খাবার বিতরণ করা হয়।
এসময় গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবু লায়েছ মো. ইলিয়াস জিকু, সদর থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ, গাইবান্ধা ট্রাফিক ইনচার্জ নূর আলম সিদ্দিক সোহাগসহ গণমাধ্যমকর্মীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গাইবান্ধার ৭ উপজেলার মধ্যে সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলায় চরাঞ্চল রয়েছে। চার উপজেলার চরাঞ্চলের মানুষ বন্যার পানিতে গৃহবন্দি রয়েছে। তারা খাদ্য সংকটে রয়েছে। এদের কথা চিন্তা করে খুঁজে বের করে শুকনা খাবার প্রদান করা হচ্ছে। পুলিশের দৈনন্দিন কাজের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জেলা পুলিশের পক্ষে এ কার্যক্রম চালানোসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সেইসাথে চরাঞ্চলে ডাকাতি রোধে পুলিশি তৎপরতা রয়েছে। উপহার খাবার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, চিরা, আলু, রুটি, বিস্কুট, লবন, সরিষার তেল, সাবান, স্যালাইন, চিনি ইত্যাদি। এ ছাড়াও বাঁচ্চাদের মাঝে চকলেট প্রদান করা হয়।