আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে গুলি ছুড়েছে তালেবান।আজ মঙ্গলবার কাবুলে অবস্থিত পাকিস্তান দূতাবাসের বাইরে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।খবরে বলা হয়, ৭০ জনের মতো বিক্ষোভকারী কাবুলের পাকিস্তান দূতাবাসের বাইরে জড়ো হন। বিক্ষোভকারীদের অধিকাংশই ছিলেন নারী। বিক্ষোভে যোগ দেওয়া ব্যক্তিদের ব্যানারে পাকিস্তানবিরোধী কথা লেখা ছিল। বিক্ষোভকারীরা পাকিস্তানবিরোধী নানান স্লোগানও দেন।আফগানিস্তানের বিভিন্ন বিষয়ে ইসলামাবাদের সংশ্লিষ্টতার অভিযোগ এনে তারা পাকিস্তানবিরোধী বিক্ষোভ করেন।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে একপর্যায়ে তালেবান সদস্যরা আকাশে ফাঁকা গুলি ছোড়েন।উল্লেখ্য, গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। তালেবানের ক্ষমতা দখলে পাকিস্তানের রাষ্ট্রীয় পর্যায় থেকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।