গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে নিজ বসতঘরে বিদ্যুৎ স্পর্শিত হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ ২৫ আগস্ট বুধবার এ ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূ উপজেলার দড়িপাড়া গ্রামের রুবেলের স্ত্রী রোকসানা বেগম (২২) ও আরাজী ছত্রগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির বৈদ্যুতিক তার বসত ঘরের দরজার সঙ্গে লেগে ছিল। এসময় রোকসানা বেগম ঘরে প্রবেশ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শিত হয়ে মারা যায়।