
শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে মিলাদ ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার আসমতপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান মো. ভোলা হাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুর হক সরকার।
এতে অন্যান্যদের মধ্যে মো. আজিজার রহমান, শাহিন আকন্দ, সামসেল শেখ, আব্দুল বারি, হাফেজ আবদুল মান্নান, কামাল আজিজ,তারা মিয়া, উপজলা ছাত্রলীগ নেতা সাঈদ সরকার ওসমান, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতা মো. সৈকত আহমেদ, উপজেলা আওয়ামী ছাত্র পরিষদ সহ-সভাপতি আকাশ রায়হান, আরিয়ান রাকিব, ছাত্রনেতা প্রান্ত, ইমন ও তানভির ওয়ালিদ। শেষে বিশেষ দো’আ অনুষ্ঠিত হয়।