
বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে পলাশবাড়ী পৌর কাউন্সিল’র মাসুদ করিম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সাদুল্লাপুর উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক প্রভাষক শহিদুল্লাহেল কবির ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন বাংলাদেশ অধ্যায়ের সাধারণ সম্পাদক জুন্নুরাইন উল্লাস, বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি এবং পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য আইএমই মিজানুর রহমান মিজান, আব্দুল্লাহেল আদিল, অলিউর রহমান বাদল, পৌর কাউন্সিল’র মতিয়ার রহমান, জান্নাত আরা শিরিন, সাজেদা বেগম ও শাহিনুর বেগমসহ অন্যান্যরা। শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দো’আ অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক নবিউল ইসলাম।