গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে সপ্তাহ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা ছাড়াও থানার পুকুরে,হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুকুরে,নিশানতারা এতিমখানা পুকুরে, আলশার বিলে, বাসুদেবপুর(গুচ্ছগ্রাম) পুকুরে, সাকোয়া ব্রীজের খালসহ বিভিন্ন স্থানে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।
মাছের পোনা অবমুক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার,সমাজসেবক খাজা নাজিম উদ্দিন,শরিফুজ্জামান পল্লবসহ অনেকেই উপস্থিত ছিলেন।