গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিন (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ২৮ আগস্ট শনিবার সকাল ১১টার দিকে থানা অফিসার ইনচার্জ মো.মাসুদ রানার নির্দেশে এসআই নূর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে এএসআই রাম চন্দ্রসহ সঙ্গীয় কনস্টেবল ঢাকা-রংপুর মহাসড়কে পলাশবাড়ীর দুবলাগাড়ী জুনদহ এলাকায় অভিযান চালায়। পুলিশ টীম চলন্ত যানবাহন গতিরোধ করে তল্লাশি অভিযান শুরু করে। এসময় একটি প্লাস্টিকের ব্যাগ থেকে গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ি সাহাবুদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে নাটোর সদর উপজেলার কানাইখালি গ্রামের মৃত আঃ মোমিনের ছেলে বলে জানা যায়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।