1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র সুন্দরগঞ্জে ব্যবসায়ীর টাকা হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণসংযোগ পলাশবাড়ীতে জমির ৯ লাখ টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল সাদুল্লাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রচারণামূলক পথনাটক নিয়ে গাইবান্ধায় ভোটের মাঠে সুজন

গাইবান্ধার সাংবাদিক আবু জাফর সাবুর চিরবিদায়

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার আবু জাফর সাবু। সাংবাদিকতায় পেশায় একটি জ্বলন্ত বাতিঘর। দরদী সাংবাদিক এক নেতার চিরবিদায়। তাঁর এমন বিদায়ে কাঁদছে গোটা গাইবান্ধা। শ্রদ্ধাভাজন অগ্রজ সহকর্মীর অনুপস্থিতিতে অনুজরা কাতর হয়ে পড়েছেন। দলমত নির্বিশেষে শোকের সাগরে ভাসছে মানুষ। দীর্ঘ সাংবাদিকতার জীবনে গাইবান্ধার সাধারণসহ সর্বস্তরের পেশাজীবি মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছিলেন তিনি। পেশাদারীত্বের দরদ আর কর্মগুণে জনে-জনে সবার আন্তরিক আপন হয়ে উঠেছিলেন তিনি। চোঁখের জলে গাইবান্ধাবাসী তাদের আপনজনকে চিরবিদায় জানালেন। সম্মান-ভালবাসা, শ্রদ্ধা ও আনুগত্যকে পিছনে ফেলে চির নিদ্রায় ঘুমিয়ে পড়লেন অকাতরে। সবাইকে কাঁদিয়ে তিনি ইন্তেকাল করলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, আমেরিকা প্রবাসী মেয়ে-জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনী, সহকর্মী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, বন্ধু-বান্ধব ও শুভা কাঙ্খীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।প্রিয় আবু জাফর সাবুকে আর কখনো দেখা যাবে না প্রিয় শহর গাইবান্ধায়। সাংবাদিকদের সংকটে দেখা যাবে না আর তাঁর সরব উপস্থিতি। স¤প্রীতির শহরে থেমে গেল তাঁর অবিরাম পথচলা।

অন্তিম শয়ানে শায়িত হলেন গাইবান্ধা শহরের প্রাচীর ঘেঁরা পৌর গোরস্থানে প্রিয় বাবা ও মায়ের কবর পাশে। ছলছল চোঁখের জলে গাইবান্ধার মানুষ করোনার ক্রান্তিকালে শেষ বিদায় জানালো তাঁকে। সংক্রমণ বিধির নিয়মানুযায়ী সীমিত পরিসরে আয়োজিত বৃষ্টিঝড়ার প্রাক্কালে জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয় গাইবান্ধার প্রিয় এ মানুষকে। কেউ বলেন সাংবাদিকদের বাতিঘর আবু জাফর সাবু। কেউ বলেন নির্যাতিত গণমানুষের শেষ ভরসাস্থল। আবার কেউ বলেন গণমাধ্যমকর্মীদের একনিষ্ঠ আস্থাভাজন অভিভাবক। সব পিছুটান উপেক্ষা করে পরপারে পাড়ি জমালেন গাইবান্ধা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জনকণ্ঠের জেলা প্রতিনিধি, পাঁচ দশকের অন্যতম ছাড়াকার, ছোটগল্প, গান, কবিতা, নাটক, প্রবন্ধ, জীবন ঘনিষ্ঠ ফিচার, ভ্রমণকাহিনীর নিরবিচ্ছিন্ন সব্যসাচি লেখক। এছাড়া গাইবান্ধা ডট নিউজের সম্মানিত উপদেষ্টা আবু জাফর সাবুর মৃত্যুতে শোকে মুহ্যমান গাইবান্ধা। তাঁর মৃত্যুর পর গাইবান্ধার সব মতের-সব পথের মানুষের অকৃত্রিম ভালোবাসায় বিদায়ী আবু জাফর সাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিষিক্ত হলেন ভালোবাসার অকৃত্রিম বন্ধনে।শনিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বগুড়ার টিএমএসএস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২০ আগস্ট (শুক্রবার) সাংবাদিক আবু জাফর সাবুর শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই রাতেই তাঁকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার  (২৮ আগস্ট) ভোরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। এসময় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর দুপুরে টিএমএসএস হাসপাতালে আবু জাফর সাবুর জন্য আইসিইউ পাওয়া যায়। ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার দিবাগত রাত ১২টা ১৫মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানাযা ও দাফনে অংশ নিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন, গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন রতন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, গাইবান্ধার সাবেক ও নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীর, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, গাইবান্ধা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন ও পরিবারের পক্ষে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা। এসময় মরহুমের ছেলে সাংবাদিক আবু কায়সার শিপলু উপস্থিত ছিলেন।এরআগে রোববার ভোরে আবু জাফর সাবুর মরদেহ বগুড়া থেকে গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানী পাড়ায় তাঁর নিজ বাসায় আনা হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। অশ্রুসজন উপস্থিতদের সমাগমে পরিবেশ ভারী হয়ে উঠে। পরিবারের সদস্যরা ছাড়াও তাঁর সহযোগী সহকর্মী ছাড়াও দেখতে আসা নারী-পুরুষরা কান্নায় ভেঙে পড়েন।রোববার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত কর্মস্থল গাইবান্ধা প্রেস ক্লাব চত্বরে তাঁর মরদেহ আনা হয়। সেখানে সহকর্মীদের পক্ষে তাঁর স্মৃতিচারণ করে শ্রদ্ধা জানান, প্রেস ক্লাব সভাপতি কেএম রেজাউল হক, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, দীপক কুমার পাল, অমিতাভ দাশ হিমুন, নুরুজ্জামান প্রধান, আবেদুর রহমান স্বপন, ইদ্রিসউজ্জামান মোনা, শাহাবুল শাহীন তোতা, কুদ্দুস আলম, খায়রুল ইসলাম, নজরুল ইসলাম, মমতাজুল ইসলাম লিয়াকত, সরদার মো. শাহীদ হাসান লোটন, রিকতু প্রসাদ, আফতাব হোসেন ও সুজন প্রসাদ প্রমুখ।প্রেস ক্লাব চত্বর ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আবু জাফর সাবুর কফিনে ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনির পক্ষে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গাইবান্ধার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নওগা পুলিশ সুপার, গাইবান্ধা প্রেস ক্লাব, ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাব, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব, প্রেস ক্লাব পলাশবাড়ী, জেলা বার এসোসিয়েশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, সুরবানী সংসদ, গণউন্নয়ন কেন্দ্র, নাট্য ও সাংস্কৃতিক সংস্থা, গাইবান্ধা নাগরিক মঞ্চ, ডায়াবেটিক সমিতি, কর্মীরহাত, কালের কণ্ঠ শুভ সংঘ, রেডিও সারাবেলা, জেলা শিল্পকলা একাডেমি, সাংস্কৃতিক সংগঠন মোহনা, বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ, বিমল সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।সাংবাদিক আবু জাফর সাবুর মৃত্যুতে সর্বস্তরের গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর শোকাভিভূত  পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান,প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে গাইবান্ধা প্রেস ক্লাব সভাপতি কেএম রেজাউল হক, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, আব্দুস সামাদ সরকার বাবু, দীপক কুমার পাল, অমিতাভ দাশ হিমুন, নুরুজ্জামান প্রধান, আবেদুর রহমান স্বপন, সিদ্দিক আলম দয়াল, ইদ্রিসউজ্জামান মোনা, শাহাবুল শাহীন তোতা, আসাদুজ্জামান মামুন, আব্দুল মান্নান চৌধুরী, উজ্জল চক্রবর্ত্তী, উত্তম সরকার, কুদ্দুস আলম, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, আরিফুল ইসলাম বাবু, ফেরদৌস ইসলাম খান, খুরশিদ বিন আতা খসরু, সরদার মো. শাহীদ হাসান লোটন, খায়রুল ইসলাম, এবিএম ছাত্তার, রজতকান্তি বর্মন, মোস্তাফিজুর রহমান মোস্তফা, এম আবদুস সালাম, রাসেল আহমেদ লিটন, মমতাজুল ইসলাম লিয়াকত, আফতাব হোসেন, আফরোজা বেগম লুনা, প্রবাল চৌধুরী, ফারুক হোসেন, রেজাউল হক মিতা, জান্নাতুল ফেরদৌস জুয়েল, মো. ফজলে রাব্বী মন্ডল, রিকতু প্রসাদ, সুজন প্রসাদ, শেখ হুমায়ুন হক্কানী, মো. শামসুজ্জোহা, আবু সাঈদ সুমন, আনোয়ারা বেগম ও আতোয়ার রহমান।

এছাড়াও সাপ্তাহিক গণ প্রহরী সম্পাদক এস.কে মজিদ মুকুল, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, কায়সার রহমান রোমেল ও শামীম উল হক শাহীনসহ বিভিন্ন সাংবাদিক এবং ভিন্ন-ভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft