বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা) এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) গড়ে তোলা হবে। এ উপজেলার রংপুর সুগার মিল এলাকায় ১ হাজার ৮৪২ একর জমিতে ইপিজেড স্থাপিত হলে এ অঞ্চলের শিক্ষিত ও বেকার যুবকরা চাকরির সুযোগ পাবে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে, জীবনমানের পরিবর্তন ঘটবে এবং জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড স্থাপনের লক্ষ্যে মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেপজা চেয়ারম্যান আরও বলেন, গোবিন্দগঞ্জে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপনের ফলে গাইবান্ধাবাসী গ্যাস সংযোগ পাবেন। এই অঞ্চলের মানুষের শিক্ষা, রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করা হবে।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ইপিজেড স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আশরাফুল কবির, গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আতাউর রহমান, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি একেএম রেজাউল হক, সাংবাদিক আবেদুর রহমান স্বপন, সিদ্দিক আলম দয়াল, হেদায়েতুল ইসলাম বাবু, আফরুজা লুনা, শামীম আল সাম্য, এসএম বিপ্লব প্রমুখ। সভায় সংশ্লিষ্ট দফতরসমূহের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন