মার্কিন বাহিনী সিরিয়া থেকে তেল চুরি করে জ্বালানি তেলের নতুন চালান ইরাকে পাঠিয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা সূত্রে এ তথ্য জানা যায়।
স্থানীয় সূত্র বলছে, ৩৭টি ট্যাংকারে করে অবৈধ ক্রসিং পয়েন্ট ‘আল ওয়ালিদ’ দিয়ে বিপুল পরিমাণ তেল নিয়ে গেছে আগ্রাসী মার্কিন বাহিনীর সদস্যরা । এর আগেও বিপুল পরিমাণ তেল ও গম চুরি করে নিয়ে গেছে মার্কিন বাহিনী।
সিরিয়ার উত্তর ও পূর্ব অংশে এখনও আমেরিকার সেনাবাহিনী ও তাদের মদদপুষ্ট সন্ত্রাসীরা তৎপরতা চালাচ্ছে। সেখানে তারা তেল চুরির পাশাপাশি গম চুরি অব্যাহত রেখেছে।
২০১১ সাল থেকে পাশ্চাত্যের মদদে সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন দেশ থেকে সন্ত্রাসী এনে সিরিয়ার বৈধ সরকারকে উৎখাতের চেষ্টা চলে। এর ফলে অগণিত মানুষ নিহত হয়েছে।
এ ক্ষেত্রে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও কয়েকটি আঞ্চলিক দেশ সন্ত্রাসীদের মদদ দেয় বলে জানায় এ সূত্র।
সূত্র: পার্সটুডে