
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
দেশে কঠোর লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য খাদ্য এবং নগদ অর্থ সহায়তা প্রদানের দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুটিপাড়া শাখার আয়োজনে গাইবান্ধার মালিবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২জুলাই) সকালে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের এমপি’র বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে কমরেড শামছুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও দারিয়াপুর অঞ্চল সিপিবি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সরকার করোনা মোকাবিলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে কিন্তু দিন আনা দিন খাওয়া মানুষ কিভাবে চলবে কি খাবে তার ব্যবস্থা করছে না। এটা রীতিমত অমানবিক।
এসময় উপস্থিত জনসাধরণকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করারও আহবান জানান। এরআগে বাজারে সাধারণ মানুষের মাঝে শতাধিক মাস্ক বিতরণ করা হয়।