গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রহমান রকিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে গাইবান্ধা জেলার রাজপথ আবারো উত্তাল হয়ে উঠেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাসহ সচেতন মহলের অংশ গ্রহনে। তারা মানববন্ধন,প্রতিবাদ সভা,মানববন্ধন, বিক্ষোভ ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচী চলমান রয়েছে। দফায় দফায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করছেন ।
আজ ২০ জুলাই মঙ্গলবার গাইবান্ধা পৌর শহরে এইচ এম আশিকুর রহমান রকির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা জেলা ছাত্রলীগ বিশাল একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মাদ আসিফ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজিব, আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এর আগে পৌর শহরে এককই দাবীতে সাবেক ছাত্রনেতা পরিষদের আয়োজনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
উল্লেখ্য,গত ১১ জুলাই রবিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে রকিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হত্যাকারীরা। গুরুতর অবস্থায় রকিকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত প্লাবন ও সোহেলকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত ২০১৫ সাল থেকে রকি ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামের মৃত সৈয়দার রহমানের ছেলে। পুলিশ জানায়,ধারালো অস্ত্রের আঘাতে রকিকে হত্যা করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে হত্যাকারীরা। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে হতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।