1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে “ভুয়া দরপত্রের মাধ্যমে গাছ বিক্রি” শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বদলী : নতুন পুলিশ সুপার সারওয়ার আলম ফুলছড়িতে পুলিশের বিশেষ অভিযানে দুইজন আটক পোশাকের রং বদলায়, কিন্তু বদলায় কি পুলিশের আচরণ? গাইবান্ধায় এনসিপির মনোনয়ন ফরম তুলেছেন যারা পলাশবাড়ী পৌর জামায়াতের নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের আহবায়ক কমিটি অনুমোদন রাজশাহীতে বিচারকপুত্র হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন গাইবান্ধায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জাসাসের মতবিনিময় সভা আগামী নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর করতে মাঠ প্রশাসন প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রত্যেকটা জেলাই হটস্পট, রাজধানীতে ৭০ শতাংশ গ্রামের রোগী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৬ বার পড়া হয়েছে

পুরো দেশই এখন করোনার হটস্পট। সংক্রমণ ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলে। প্রত্যেকটা জেলাই এক একটা হটস্পট। জেলা হাসপাতালগুলোর করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা আশঙ্কা জনক হারে বেড়েছে। জেলা শহরে হাসপাতাল সামগ্রী অপ্রতুল থাকায় রাজধানীতে নিয়ে আসা হচ্ছে রোগীদের।

কোভিড রোগীদের চিকিৎসা দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অধীনে একটি বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হয়েছে। গত কয়েকদিনে হাসপাতালটির রোগীদের পর্যালোচনা করে দেখা গেছে, ৭০ শতাংশ রোগীই আসছে গ্রাম থেকে। বাকি ৩০ শতাংশ ঢাকা ও এর আশপাশের জেলাগুলোর। প্রতিদিন এই হাসপাতালে ৬০-৭০ জন করোনা রোগী ভর্তি হচ্ছে।

শুধু করোনা রোগীদের চিকিৎসার জন্য গড়ে তোলা এই হাসপাতাল পরিচালনার দায়িত্বে আছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, দেশে করোনা রোগী যত বাড়ছে এই হাসপাতালেও তত বেশি চাপ পড়ছে। এখানে প্রতিদিন ৬০-৭০ জন রোগী ভর্তি হয় এবং মারা যায় ১০-১২ জন। এদের অধিকাংশই গ্রামের।

তিনি আরও বলেন, এখানে চিকিৎসা খরচ খুবই কম। পর্যাপ্ত আইসিইউসহ অন্যান্য সুবিধা থাকায় জেলা শহরগুলোর হাসপাতাল থেকে রোগীদের এখানে পাঠানো হয়। মূলত সিরিয়াস রোগীরাই এখানে আসে, তাই তাদের অনেকের ক্ষেত্রে আইসিইউর প্রয়োজন হয়। তবে এভাবে আরও কিছুদিন চলতে থাকলে শিগগিরই এই হাসপাতালেও বেড সংকট দেখা দেবে।

হাসপাতালটিতে রয়েছে ২১২টি আইসিইউ বেড, ২৫০টি এইচডিইউ বেড, আইসোলেটেড কক্ষ রয়েছে ৫৩৮টি। রয়েছে ৬ শয্যা ট্রায়াজ বেড ও ৫০ শয্যা বিশিষ্ট জরুরি বিভাগ। সবগুলো বেডের সাথেই রয়েছে অক্সিজেন কনসেন্ট্রেটর ও সিলিন্ডার।

প্রসঙ্গত, হাসপাতালটি আগে ছিল মার্কেট। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ২০২০ সালের ৯ আগস্ট পরিদর্শনে গিয়ে মহাখালীর এই মার্কেটটিকে ৫০০ শয্যার হাসপাতালে রূপান্তরের ঘোষণা দেন। এর পর থেকে ১ লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ফাঁকা এই মার্কেটটি করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এক পর্যায়ে তা হাসপাতালে রুপান্তরিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft