গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মচর্চ নদীর পাশে আবাদী জমি হতে বালুমহল ও ভূমি আইন অমান্য করে বন্যা নিয়ন্ত্রন বাধ কেটে মাটি বালু উত্তোলন ও পরিবহন করায় ৭৫ হাজার টাকা জরিমান আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
আজ ২৯ জুলাই বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে একটি ভেকু ও কয়েকটি ট্রাক্টর আটক করে সরেজমিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ১টি মামলায় ১জনকে ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।