সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই বুধবার দুপুরে পৌরশহরের তিনমাথা মোড়ের পার্টি কার্যালয়ে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে জাপা নেতা মইনুর রাব্বি চৌধুরীর সার্বিক সহযোগীতায় এবং জাতীয়পার্টি উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।পলাশবাড়ী পৌর জাতীয়পার্টির আহবায়ক আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা জাপা’র যুগ্ম আহবায়ক আশফাক আলী মন্ডল,জেলা জাপা নেতা এনামুল হক মাস্টার,জাপা নেতা পবনাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান কেএম আনিছুর রহমান মানিক,জাপা নেতা আব্দুল কুদ্দুস,হোসেনপুর ইউপি জাপা সভাপতি আব্দুল আজিজ,সাধারণ সম্পাদক মতিয়ার রহমান,বরিশাল ইউপি জাপা নেতা আব্দুল মজিদ,জাপা নেতা মমদেল হক,উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম সরকার, ছাত্রসমাজ নেতা মুন্না আজিজ মন্ডল ও বরিশাল ইউপি যুব সংহতির সভাপতি আবুল হোসেন প্রমুখ।
শেষেপল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দো’আ অনুষ্ঠিত হয়।