
ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। রোববার দিবাগত রাত থেকে এই যানজটের সৃষ্টি হয়।
মহাসড়ক দিয়ে ঢাকাগামী পশু ও পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস চলাচল আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে। ফলে যানবাহনের স্বাভাবিক গতি কমে গেছে এবং যানজট বেড়েছে। এতে ভোগান্তি বেড়েছে চালক এবং সাধারণ যাত্রীদের।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে টাঙ্গাইলের সদর উপজেলা প্রায় ২২ কিলোমিটার এলাকা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে ।
অন্যদিকে, সেতুর পশ্চিম পাড় থেকে মহাসড়ক বর্ধিতকরণের কাজ চলমান থাকায় সেখানে সৃষ্টি হওয়া যানজট গিয়ে ঠেকেছে টাঙ্গাইলে।