গাইবান্ধার গোবিন্দগঞ্জে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কালের কন্ঠ শুভ সংঘের উদ্যোগে ২৫০ জন কর্মহীন নিম্ন আয়ের দরিদ্র মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে করোনা ভাইরাস মোকাবেলায় চলমান লকডাউনে কর্মহীন নিম্ন আয়ের দরিদ্র শ্রেনীর মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি পৌরমেয়র জননেতা মুকিতুর রহমান রাফি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গোবিন্দগঞ্জ অফিসার ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এন টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি কৃষ্ণ কুমার চাকী, সুন্ধরা গ্রুপের প্রতিনিধি জাকারিয়া জামান,
কালের কন্ঠ শুভ সংঘের প্রধান উপদেষ্টা বাবুলাল চৌধুরী।
কালের কন্ঠ শুভ সংঘের উপজেলা শাখার সভাপতি তাহমিদ চৌধুরীর সভাপতিত্বে কালের কন্ঠ শুভ সংঘের উপজেলা শাখার সাধারণ সম্পাদকসহ অন্যরা উপস্থিত ছিলেন.