করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে লকডাউন সফল করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কর্মহীন১১৫ জন প্রতিবন্ধী ও ২২জন ৩য় লিঙ্গ(হিজরা) সম্প্রদায়ের মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (মানবিক ত্রাণ সহায়তা)খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার বিকালে গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীন প্রতিবন্ধী ও হিজরা সম্প্রদায়ের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মঃ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান ও উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,জেলা ছাত্রলীগের সহ সভাপতি শফিউল আলম হিরু,উপজেলা ছাত্রলীগের যুগ্মঃ আহবায়ক রাজু সরকার সহ গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।