
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
দেশজুড়ে মহামারি করোনাভাইরাস মোকাবেলার অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আরোপিত বিধি-নিষেধ সমূহ স্বাস্থবিধি মেনে চলার নির্দেশনা কার্যকরসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলাসহ সকল উপজেলা প্রশাসনের উদ্যোগে জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই) দিনভর কঠোর লকডাউনের দ্বিতীয় দিন গাইবান্ধা সদরসহ জেলা সকল উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক ১৬টি মামলায় ১০ হাজার ১শ’ টাকা ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে জরিমনা আদায় করেন জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটগণ। এসব ভ্রাম্যমান আদালত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। সার্বজনীন জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।