বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাননীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশে ও সার্বিক সহযোগীতায় আজ ১৪ জুলাই বিকাল ৩ ঘটিকায় পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়সহ বিভিন্ন পয়েন্টে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক সাবান ও বিতরণ করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলার সাবেক ছাত্র পরিষদের আয়োজনে এসব মাস্ক ও সাবান বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা পরিষদের আহবায়ক ফিরোজ কবির সুমন, যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক শান্ত,সাবেক ছাত্রনেতা পরিষদের যুগ্ন আহবায়ক ও পৌর প্যানেল মেয়র আসাদুজ্জামান শেখ ফরিদ,যুগ্ন আহবায়ক সাংবাদিক আশরাফুল ইসলাম ,আতোয়ার রহমান শেখ,মোহন সরকার,রাসেল মন্ডল,নুরু মন্ডল,নুহু মিয়া, যুবলীগ নেতা মোসফিকুর রহমান রাজিবসহ সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রায় ৫ শতাধিক মানুষের হাতে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।