
তালাকপ্রাপ্ত স্ত্রীর ‘হয়রানি ও ষড়যন্ত্র’ থেকে পরিত্রাণ পেতে টাঙ্গাইলের সখীপুর-ঢাকা সড়কের ঘেচুয়া ছাপরাবাজার এলাকায় মানববন্ধন করেছেন স্বামী আবদুল লতিফ মিয়া।
আজ মঙ্গলবার সকালে এ মানববন্ধনে নির্যাতিত পরিবার ও গ্রামবাসী অংশ নেয়।
মানববন্ধনে সাবেক ইউপি সদস্য সাহাবউদ্দিন আহম্মেদ, ভুক্তভোগীর মা খামিরন নেছা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী, মিনহাজ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী ওই গ্রামের মৃত শামছুল হকের ছেলে ব্যবসায়ী আবদুল লতিফ অভিযোগ করে বলেন, আয়শা খাতুনের সঙ্গে আমি দীর্ঘদিন ঘর-সংসার করি। সে বেপরোয়াভাবে চলাফেরা করত। সংসারে থাকাকালীন সে আমাকে ও আমার মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। আমি একজন নির্যাতিত পুরুষ। নির্যাতন সহ্য করতে না পেরে ছয় মাস আগে তালাক দিই। তালাকপ্রাপ্ত হয়েও সে আমার বাড়ি দখল করে আছে।
তিনি আরও বলেন, ব্যাবসায়িক কাজে আমি বাইরে থাকায় সে পরকীয়া সম্পর্কে জড়ায়।এগুলো বলতে গেলে সে আমাকে হুমকি-ধমকি দেয়। আমি ওই নারীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই।