দেশি শিল্প বিকাশে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। এ জন্য বিভিন্ন ধরনের করে বড় ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে করপোরেট কর কমানো হয়েছে আড়াই শতাংশ। কয়েকটি খাতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। কিছু খাতে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে। এ ছাড়া শিল্পের যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির শুল্ক কমানো হয়েছে। কিছু খাতে আগাম করও তুলে দেওয়া হয়েছে। ফলে দেশি শিল্প বাড়তি সুবিধা পাবে। শিল্পের খরচ কমায় বাড়বে বিনিয়োগ।
দেশে মেগাশিল্পের বিকাশ এবং আমদানির বিকল্প শিল্পোৎপাদনকে ত্বরান্বিত করার স্বার্থে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশে অটোমোবাইল-থ্রি হুইলার এবং ফোর হুইলার উৎপাদনকারী কোম্পানিকে শর্তসাপেক্ষে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি এবং আরও কিছু শর্তসাপেক্ষে ১০ বছর কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া কতিপয় হোম অ্যাপ্লায়েন্সেস ও কিচেন অ্যাপ্লায়েন্সেস পণ্য এবং হালকা প্রকৌশল শিল্পের পণ্যের উৎপাদনকারী কোম্পানিকে শর্তসাপেক্ষে ১০ বছর মেয়াদি কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব কার্যকর হলে দেশি উৎপাদকরা উৎসাহিত হবেন।
কোম্পানির সাধারণ ভবন অবচয়ের করহার ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং কারখানা ভবন অবচয়ের হার ২০ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। কৃষি শিল্পে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। শর্তসাপেক্ষে দেশে উৎপাদিত সব ধরনের ফল, শাকসবজি প্রসেসিং শিল্প, দুধ ও দুগ্ধজাতপণ্য উৎপাদন, সম্পূর্ণ দেশি কৃষি থেকে শিশু খাদ্য উৎপাদনকারী শিল্প এবং কৃষিযন্ত্র উৎপাদনকারী শিল্পের জন্য ১০ বছরের করমুক্ত সুবিধার প্রস্তাব করা হয়েছে। সিমেন্ট উৎপাদনে ব্যবহƒত কাঁচামাল আমদানির ক্ষেত্রে করহার ৩ থেকে কমিয়ে ২ শতাংশ এবং সিমেন্ট, লৌহ ও লৌহজাতীয় পণ্য সরবরাহের বিপরীতে উৎসে কর কর্তন ৩ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া দেশে শিল্পায়নে দক্ষ মানবসম্পদ তৈরিতে কৃষি, ফিশারিজ, বিজ্ঞান ও আইটি খাতের সব ধরনের ডিপ্লোমা ডিগ্রি ও ভোকেশনাল শিক্ষা, অটোমোবাইল, এয়ারক্রাফট সংরক্ষণ, খাদ্য, ফুটওয়্যার, গ্লাস, মেকানিক্যাল, শিপ বিল্ডিং, লেদার, রেফ্রিজারেশন, সিরামিকস, মেকানিস্ট, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং, ফার্মেসি, নার্সিং, ইন্টিগ্রেটেড মেডিক্যাল, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, আল্ট্রাসাউন্ড, ডেন্টাল, অ্যানিমেল হেলথ অ্যান্ড প্রডাকশন সার্ভিস, ক্লদিং, গার্মেন্টস ফিনিশিং এবং পোলট্র্রি ফার্মের ওপর পেশাগত প্রশিক্ষণ প্রদানে স্থাপিত প্রতিষ্ঠানগুলোকে শর্তসাপেক্ষে ১০ বছরের জন্য কর অব্যাহতির সুপারিশ করা হয়েছে।