গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের এক অভিযানে পৌরশহরের গৃধারীপুর থেকে ১৪ জুয়াড়ীকে আটক করেছে।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক পলাশবাড়ী থানাকে জুয়ামুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে থানার একটি চৌকস টিম অদ্য ১২/০৬/২০২১ খ্রিঃ তারিখ রাত্রী ০৩.০৫ ঘটিকার সময় পলাশবাড়ী পৌরসভার অন্তর্গত গৃধারীপুর মৌজাস্থ পলাশবাড়ী পলিটেকনিক্যাল কলেজগামী রাস্তার উত্তর পার্শ্বে ১নং আসামীর বোন মোছাঃ শাহনাজ বেগম, পিতা-মৃত আঃ কুদ্দুস আকন্দ এর পরিত্যাক্ত পশ্চিম দুয়ারী টিনের ছাপড়াযুক্ত আধাপাকা ঘরের ভিতর অভিযান পরিচালনা করে জুয়াড়ী ১। মোঃ ফারুক আকন্দ (৩২), পিতা-মৃত আঃ কুদ্দুস আকন্দ, সাং-গৃধারীপুর (চেয়ারম্যানপাড়া), ২। মোঃ মিজানুর রহমান (২৪), পিতা-মোঃ আঃ হামিদ, সাং-গৃধারীপুর (চকপাড়া), ৩। মোঃ মিজু মন্ডল (৩৫), পিতা-মোঃ খাজা মন্ডল, সাং-গৃধারীপুর (বড় তেতুলের গাছ), ৪। মোঃ হাবিবুর রহমান @ বুলু (৩৫), পিতা-মোঃ সোহরাব হোসেন, সাং-গৃধারীপুর (চকপাড়া), ৫। মোঃ আরিফ ইসলাম (২৮), পিতা-মৃত আবুল কালাম আজাদ, সাং-গৃধারীপুর (তেতুলগাছ), ৬। মোঃ আক্তারুজ্জামান (৪১), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, সাং-গৃধারীপুর, ৭। মোঃ মুসা মিয়া (৩০), পিতা-মৃত মেনহাজ উদ্দিন, স্থায়ী সাং-আসমতপুর, বর্তমান-গৃধারীপুর, ৮। মোঃ আশরাফুল ইসলাম (৪৬), পিতা-মৃত জহুরুল ইসলাম, সাং-গৃধারীপুর, ৯। শ্রী মিলন চন্দ্র শীল (২৬), পিতা-মৃত দেবেন চন্দ্র শীল, সাং-গৃধারীপুর (ঠাকুরপাড়া), ১০। মোঃ রোকনুজ্জামান @ রোকন (৩২), পিতা-মৃত বজলুর রহমান, সাং-নুনিয়াগাড়ী (ডাক্তারপাড়া), ১১। মোঃ হারুন মিয়া (৩২), পিতা-মৃত আলতাব হোসেন, সাং-আসমতপুর, ১২। মোঃ আইয়ুব আলী (৪০), পিতা-মৃত আলিমুদ্দিন, সাং-সিধনগ্রাম, সর্ব থানা-পলাশবাড়ী, ১৩। মোঃ শাহিন মিয়া (৩০), পিতা-মোঃ শাহেদ আলী, সাং-নিচিন্তপুর, থানা-সাদুল্যাপুর, বর্তমান সাং-গৃধারীপুর, থানা পলাশবাড়ী, সকলের জেলা-গাইবান্ধা, ১৪। মোঃ আঃ বারিক (৪০), পিতা- সুরুজ আলী, সাং-বুজরুক বাড়িয়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াদেরকে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় আটক করে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ ওসি মাসুদার রহমান জানান, আটককৃত জুয়াড়ীদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-১৭। পরবর্তীতে জুয়াড়ীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।