
গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় কবি নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বসাহিত্য কেন্দ্র পলশবাড়ী শাখার আয়োজনে বৃহস্পতিবার সন্ধা ৭টায় পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে মরহুম হাসান আজিজুর রহমান মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন। কেন্দ্র সংগঠক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. মফিজুল হক সরকার সভায় সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি ‘বল বীর বল উন্নত মম শির’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী জীবদ্দশার বিভিন্ন দিকের নানা স্মৃতিচারণ উল্লেখ করে বক্তব্য রাখেন। কেন্দ্রের অন্যতম সদস্য আব্দুল্লাহ আদিল নান্নুর সঞ্চালনায় আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, পলাশবাড়ী সরকারী কলেজের অবঃ প্রভাষক নীহারেন্দ্র চৌধুরী কালীদাস, আদর্শ ডিগ্রী কলেজের সহঃ অধ্যাপক অবঃ বাবু অমূল্য চন্দ্র চক্রবর্তী, কেন্দ্রের সদস্য আলিউল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম, এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সহঃ শিক্ষক আ.ই.ম মিজানুর রহমান, মহিলা ডিগ্রী কলেজ প্রভাষক ও বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সহঃ সাধারণ সম্পাদক মাহামুদা চৌধুরী, কৃষিবিদ মিজানুর রহমান সুজন, অবঃ শিক্ষক সাইদার রহমান প্রধান ও অ্যাড. আবেদুর রহমান স্বপন প্রমুখ। পরে কবিতা আবৃতি শেষে নজরুল ইসলামের তবলায় কেন্দ্রের নিজস্ব শিল্পী রাফিয়া আক্তার, জ্যোতি সরকার দীপা ও কালীদাস চৌধুরীসহ অতিথি শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।