জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর(ভিডিপি)সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২২ জুন)সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ময়নুল হক,প্রশিক্ষক আঃ আউয়াল ও পাপিয়া খাতুন ছাড়াও ইউনিয়ন পর্যায়ের দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও আনসার-ভিডিপি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।