গাইবান্ধার পলাশবাড়ীতে সদ্য যাত্রা শুরু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পক্ষ থেকে পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুতকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে
চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সাঈদ মো.ইমরান।ফায়ার সার্ভিস ইউনিটের বিভিন্ন পর্যায় দায়ীত্বরত সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসময় পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জনস্বার্থে সামগ্রিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্বতঃস্ফুর্ত সার্বিক সহযোগীতা দানের আশ্বাস প্রদান করেন।