
কোপা আমেরিকার চলমান আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ (২৯ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় বলিভিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। কুইয়াবার অ্যারেনা পেনান্তালে অনুষ্ঠিত ম্যাচটিতে ৪-১ ব্যবধানের জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।
এই জয়ে গ্রুপের সেরা হয়েই শেষ আটে পা রাখল আর্জেন্টিনা। ৪ ম্যাচে তিন জয় এবং এক ড্র নিয়ে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুই অবস্থান করছে উরুগুয়ে। কোনো পয়েন্ট পায়নি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বলিভিয়া।
কোপা আমেরিকায় আর্জেন্টিনার শুরুটা ভালো হয়নি। গত ১৫ জুন অলিম্পিক স্টেডিয়ামে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। তবে এরপরের টানা তিন ম্যাচে পূর্ণ পয়েন্ট পেয়েছে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, লিয়ান্দ্রো পেরেদেসরা।
বার্সেলোনাে এবং আর্জেন্টিনার হয়ে টানা খেলে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই বেশ ক্লান্ত লিওনেল মেসি। তাই সময়ের অন্যতম সেরা এই তারকার জন্য একটু বিশ্রামের দরকার ছিল। তবে বলিভিয়ার বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচেও তাকে বিশ্রাম দেয়নি আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি।
ক্লান্ত হলেও মেসির মাঠের খেলায় তার কোনো ছাপ দেখা যায়নি। উপহার দিয়েছেন নিজের সহজাত ফুটবল। নিজে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থ গোমেজকে দিয়েও করিয়েছেন একটি।
গত কয়েক বছর ধরে রক্ষণের দূর্বলতায় ভুগতে হচ্ছে আর্জেন্টিনাকে। অবশেষে কোপা আমেরিকার গ্রুপ পর্বে এর সমাধান পেয়েছে দলটি। ভরসা দিচ্ছেন দলে ডাক পাওয়া ক্রিশ্চিয়ান রোমেরো। আটালান্টার এই উঠতি তারকার সাথে নিজেদের দায়িত্ব খুব ভালোভাবেই সামাল দিচ্ছেন লিসান্দ্রো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, মার্কোস আকুনারা।
শেষ আটে আগামী ৪ জুলাই ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।