জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে বৃক্ষরোপন অভিযান-২০২১ইং অনুষ্ঠিত হয়েছে।
আজ (২২ জুন) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে এ বৃক্ষ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।এসময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাইদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা আনসার ভিডিপি অফিসার আশাদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক ফজলে রাব্বী সহ অন্যরা উপস্থিত ছিলেন।এ বৃক্ষ রোপন কর্মসূচী শেষে আনসার সদস্যদের মাঝে বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।